চলতি মাসেই বজ্রসহ ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা
logo
ঢাকা, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি মাসেই বজ্রসহ ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক | দৈনিক বিবর্তন
ফেব্রুয়ারি ৪, ২০২১ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

কমে আসছে শীতের তীব্রতা। চলতি মৌসুমে আর কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কাও নেই। তবে শীত যাওয়ার আগেই বজ্রসহ ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

চলতি মাসের শেষের দিকে দেশের কোথাও কোথাও এক থেকে দু’দিন বজ্রসহ ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার ফেব্রুয়ারির পর্যালোচনায় বলা হয়েছে, দেশে এ মাসে স্বাভাবিকের অপেক্ষা কম বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে।

অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শ ম সজিব হোসেন গণমাধ্যমকে জানান, ফেব্রুয়ারিতে নদনদীর স্বাভাবিক প্রবাহ থাকবে। এছাড়া শেষ দিকে ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এরপরও আবহাওয়া পরিবর্তনের বিষয়। তাই যেকোনো কিছু পরিবর্তন হতে পারে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।