টিকটক লাইকি বিগো লাইভ বন্ধের জন্য রিট
logo
ঢাকা, বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টিকটক লাইকি বিগো লাইভ বন্ধের জন্য রিট

নিজস্ব প্রতিবেদক | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ৩০, ২০২০ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক, লাইকি, বিগো লাইভ অ্যাপস বন্ধ চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন।

বুধবার (৩০ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন জে আর খান রবিন।

রিটে স্বরাষ্ট্র সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক ও বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী গণমাধ্যমকে জানান, লাইকি, বিগো লাইভ ও টিকটক অ্যাপস ব্যবহারের মাধ্যমে যুবসমাজ বিপথে যাচ্ছে। টিকটকের ফাঁদে পড়ে উঠতি প্রজন্ম অপরাধে জড়িয়ে পড়ছে। টিকটকে অভিনয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মত ঘটনাও ঘটছে। তারপরও প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

এর আগে গত ৮ অক্টোবর বিগো লাইভ, টিকটক ও লাইকি অ্যাপ বন্ধ বা নিষিদ্ধ ঘোষণা করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সচিব, তথ্য মন্ত্রণালয় সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।