ট্রাম্পকে গ্রেফতারে ইন্টারপোলকে ইরানের অনুরোধ
logo
ঢাকা, মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পকে গ্রেফতারে ইন্টারপোলকে ইরানের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক বিবর্তন
জানুয়ারি ৫, ২০২১ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৪৮ জন মার্কিন কর্মকর্তার নামে গ্রেফতারে রেড নোটিশ দিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থাকে (ইন্টারপোল) অনুরোধ জানিয়েছে ইরান। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইরানের বিচারবিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি।

তিনি বলেন, এই অপরাধের আদেশদাতা এবং বাস্তবায়নকারীদের ধরে সাজা দিতে বদ্ধপরিকর ইরান। গত বছরের ৩ জানুয়ারি ট্রাম্পের নির্দেশে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের জেনারেল কাসেম সোলেইমানি।

এদিকে সোলেইমানিকে হত্যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ড।

এর আগেও জেনারেল সোলেইমানিকে হত্যার অভিযোগে ট্রাম্পকে গ্রেফতারে ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছিল ইরান। গত জুনে টাম্পসহ কয়েক ডজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধ হত্যা ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তেহরান।

তবে ইরানের এই আবেদন নাকচ করে দিয়েছে ফ্রান্স ভিত্তিক ইন্টারপোল।

 

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।