ঠাকুরগাঁওয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর
logo
ঢাকা, সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর

জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও
সেপ্টেম্বর ৬, ২০২১ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ বাবার মৃত্যুর হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের পূর্ব যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৫৫) মৃত তৈয়ব আলীর ছেলে।

জানা যায়, নিহত নুরুল ইসলাম ও তার ছেলে জয়নুলের মধ্যে পারিবারিক কলহের জেরে এক পর্যায়ে ছেলে জয়নুল বাঁশের লাঠি দিয়ে পিতার মাথার পিছন দিকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন পরে রাতেই তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা কাউকে না জানিয়ে ভোর ভোরে তার দাফনের ব‍্যবস্থা করে। গোপন সংবাদ পেয়ে হরিপুর থানা পুলিশ বৃদ্ধ নুরুল ইসলামের লাশ উদ্ধার করে। তার ছেলে ঘাতক জয়নুলকে গ্রেপ্তার করেছে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ  এস এম আওরঙ্গজেব জানান, নিহতের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘাতক ছেলে জয়নুল কে গ্রেফতার করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।