ডিএমপিতে এসি পদমর্যাদার দুই কর্মকর্তার পদায়ন
logo
ঢাকা, শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএমপিতে এসি পদমর্যাদার দুই কর্মকর্তার পদায়ন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৯, ২০২১ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার (১৯ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে পদায়ন করা হয়।

আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মহিউদ্দীন আহমেদকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-পূর্ব বিভাগ ও গোয়েন্দা-মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে সহকারী পুলিশ কমিশনার গুলশান বিভাগে পদায়ন করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।