তালতলীতে অসুস্থ ব্যক্তি ও মসজিদ নির্মাণের জন্য আর্থিক অনুদান
logo
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে অসুস্থ ব্যক্তি ও মসজিদ নির্মাণের জন্য আর্থিক অনুদান

মাহমুদুল হাসান (বরগুনা) প্রতিনিধি
মে ২৫, ২০২১ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলী  উপজেলায়  “বদলে যাও – বদলে দাও” সংগঠন এর মানবিক প্রচেষ্টা অসুস্থ ব্যক্তিদের  মাঝে আর্থিক অনুদান ও মসজিদ নির্মাণের জন্য অর্থ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে ) দুপুরে ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত আরিফকে বিশ হাজার, ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত শিরিনকে পাঁচ হাজার,বিরল রোগে আক্রান্ত রাফসানাকে পাঁচ হাজার করে তিন জন অসুস্থ ব্যক্তিদের মাঝে চিকিৎসার জন্য এককালীন ত্রিশ হাজার টাকা অনুদান প্রদান ও স্থানীয় সিমতলা মসজিদ নির্মাণের জন্য দশ হাজার টাকা দেয়া হয়।

এসময়ে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা চেয়ারম্যান মো: রেজবি-উল-কবির জোমাদ্দার,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন চুন্নু, ও সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ , পৃষ্ঠপোষক সদস্য এবং এলাকার অনান্য গণ্য মান্য ব্যক্তিবর্গ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।