তালতলীতে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

মাহমুদুল হাসান (বরগুনা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২১ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে আত্মসমর্পণ করেও মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগে ৬ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার(০৮ ফেব্রয়ারী) দুপুর আড়াই টার দিকে উপজেলার খোট্টারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টারচর এলাকার মৃত করিম হাওলাদারের ছেলে নবীন হাওলাদার ওরফে গাঁজা নবীন (৩৫) ও একই এলাকার মজিদ হাওলাদারের ছেলে সোহরাফ (৪৫)।

পুলিশ জানায়, উপজেলার খোট্টার চর এলাকার নবীন হাওলাদার ওরফে গাঁজা নবীন (৩৫) দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। পরে পুলিশের আহব্বানে তিনি গত বছরের প্রথম দিকে আত্মসমর্পণ করেন। কিন্তু তিনি আত্মসমর্পণ করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তার এলাকায় মাদক বিক্রি করে আসছে এমন অভিযোগ থাকায় গোপনে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে সত্যতা পাওয়া গেলে পুলিশের দুই সদস্য ছদ্দবেশে তার বাড়ির পাশে পাঠানো হয়। এরপরে তাকে ৬ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তারই একজন সহযোগি সোহরাফ(৪৫) কে আটক করা হয়।

তালতলী থানার অফিসার্স ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া,বলেন গোপন সংবাদের ভিক্তিতে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আগামীকাল আদালতে পাঠানো হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।