তালতলীতে উপনির্বাচনের ভোট গ্রহন শেষে চলছে গননা
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে উপনির্বাচনের ভোট গ্রহন শেষে চলছে গননা

বিবর্তন ডেস্ক
অক্টোবর ২০, ২০২০ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

কোনো প্রকার ঝামেলা, অপ্রীতিকর ঘটনা ছাড়াই কড়ইবাড়িয়া ইউপি উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গননা।

মঙ্গলবার(২০ অক্টোবর) সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হয়। ভোট শেষ হওয়ার পর পরই কেন্দ্রে কেন্দ্রে গণনা শুরু হয়েছে।

পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হলেও এ উপনির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অলস সময় কাটাতে দেখা গেছে। ভোট দেওয়ার জন্য ভোটারদের পরিচিত দীর্ঘ লাইন দেখা যায়নি।

ভোট শেষে দক্ষিণ বেহেলা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানিয়েছেন,এখানে মোট ভোটার ৮৫৪ এর ভিত্তিতে কাটিং হয়েছে ৪৭৩টি তাতে ৫৫.১৫ শতাংশ ভোট পড়েছে। ভোট গননা শেষে কেন্দ্রের ফলাফল রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।

এদিকে এর আশপাশের কেন্দ্রগুলোর চিত্রও প্রায় একই ছিল। তবে কেন্দ্রের বাইরে রাজনৈতিক নেতাকর্মীদের জটলা ছিল। সেই জটলা সরানোর দায়িত্বই পালন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী।প্রার্থীরা হলো আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা নিয়ে নুর মোহাম্মদ মাস্টার, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া নিয়ে মাওলানা মানসুরুল আলম মানসুর,আওয়ামীলীগ বিদ্রহী প্রার্থী হিসেবে আনারস নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেন ইব্রাহিম সিকদার পনু। তবে দলীয় সিদ্ধন্তে নিজের নির্বাচন থেকে সড়ে এসে নৌকার পক্ষে হয়ে ভোট প্রার্থনা করেন তিনি। এদিকে বিগত নির্বাচনে মাওলানা মানসুরুল আলম বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। মাঠে সবথেকে বেশি আলোচনায় আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থী ।

উল্লেখ্য, এ ইউনিয়নে ২০১৭ সালের ১৬ এপ্রিলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়া চেয়ারম্যান আলতাফ হোসেন আকন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ জুলাই বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।