তালতলীতে এসএসিপি'র উদ্যোগে ১ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
logo
ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে এসএসিপি’র উদ্যোগে ১ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তালতলী (বরগুনা) প্রতিনিধি
মে ১৪, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা জেলায় তালতলী উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় একদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ মে ) তালতলী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৩০ জন কৃষকদের উচ্চমূল্যের ফসল, সবজি ও ফলের বিষমুক্ত নিরাপদ উপায়ে উৎপাদন কলা কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে কৃষকদেরকে লাউ,করলা, মাল্টা,পেয়ারা, আম, মিষ্টিকুমড়ার আধুনিক উৎপাদন প্রযুক্তি,মিষ্টিকুমড়ার ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা, চালকুমড়ার আধুনিক উৎপাদন প্রযুক্তি, বরবটির আধুনিক উৎপাদন প্রযুক্তি সহ যাবতীয় সবজি ও ফলের আধুনিক উৎপাদন প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া,মানসম্মত ভার্মি কম্পোস্ট সার উৎপাদন, সতর্কতা ও ব্যাবহার সম্পর্কে ধারণা প্রদান করেন।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা কৃষি অফিসার আবু জাফর মোঃ ইলিয়াস ,উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার চিত্ত রঞ্জন শিকারী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া,মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস আলী বিশ্বাস।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।