তালতলীতে খুচরা সার ব্যবসায়ীদের কমিটি গঠন
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে খুচরা সার ব্যবসায়ীদের কমিটি গঠন

তালতলী (বরগুনা) প্রতিনিধি
জুন ৮, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে কৃষকদের মাঝে সরকারি মুল্যে ও হয়রানী ছাড়াই সার বিক্রির লক্ষে সরকার অনুমোদিত খুচরা সার ব্যবসায়ীদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

উপজেলার বিভিন্ন খুচরা সার ব্যবসায়ীদের নিয়ে তালতলী বাজারে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে সরকারি নিয়মে সার বিক্রির পাশাপাশি এবং কৃষকদের স্বার্থরক্ষায় ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

কমিটিতে খুচরা সার ব্যবসায়ী মো.কালাম তালুকদারকে সভাপতি ও মিরাজ জোমাদ্দারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটি গঠন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা খুচরা সার ব্যবসায়ী কমিটির নব নির্বাচিত সভাপতি মো.কালাম তালুকদার। বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক মিরাজ জোমাদ্দার। অর্থ সম্পাদক কামরুজ্জামান রাজু।

উপজেলায় প্রায় ৬৩ জন সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতা রয়েছেন। সকলের সম্মতিতে ২১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।