তালতলীতে গাঁজাসহ ভাই-বোন আটক!
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে গাঁজাসহ ভাই-বোন আটক!

মাহমুদুল হাসান (বরগুনা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২১ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

তালতলী উপজেলা ঠংপাড়া এলাকায় অভিযান চা‌লি‌য়ে ২০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- ঠংপাড়া মৃত্যু নুরুল হক এর পুত্র লিটন হাওলাদার (৪৫), কন্যা মোসাঃ রুবি (২৫) ।

পুলিশ জানায়, উপজেলার ছোট বগী ইউনিয়নের
কলেজ রোডের ঠাকুর পাড়া এলাকায় গাজা বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে এস আই দেলোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম ছদ্দ বেশে ক্রেতা সেজে লিটন ও রুবি দের বাড়ি যায়। গাজা বের করে বিক্রির সময় পুলিশের উপস্থিত টের পেয়ে কনস্টেবল মেহেদী হাসানকে কামড়ে দিয়ে আসামিরা পালানোর চেষ্টা করে।

এ সময় দুই ভাই বোনের দেহ তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম গাজা সহ তাদের গ্রেফতার করে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুর পাড়া এলাকায় অভিযান চালিয়ে লিটন (৪৫) ও রুবি বেগম (২৫)নামের মাদক ব্যবসায়ীদের ২০০ গ্রাম গাজা আটক করা হয়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।