logo
ঢাকামঙ্গলবার , ১৬ নভেম্বর ২০২১

তালতলীতে গা‌ছচাপায় একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরগুনা
নভেম্বর ১৬, ২০২১ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে নিজবাড়ীতে গাছ কাটতে গিয়ে সেই গাছ মাথায় চাপা পড়ে আনসার খলিফা (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর ) দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসার খলিফা একই এলাকার মৃত গনি খলিফার পুত্র

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছ , নিজ বাড়ির সামনে একটি বড় জামগাছ আনসার খলিফা ও তার পুত্র সামসু খলিফা কাটতে ছিল গাছের অধিকাংশ কাটা হলে তার পুত্র সামছু বলে যে আব্বা তাড়াতাড়ি সরিয়া যান গাছ কিন্তুু হেলিয়া পড়িতেছে। ভিকটিম তাহার ছেলের কথা না শুনিয়া উল্টো সে গাছ ঠেলিয়া ধরে। যাহার ফলে কর্তনকৃত জাম গাছটি ভিকটিম মোঃ আনসার খলিফার মাথার উপরে পড়ে। এতে মাথা থেতলে মগজ বেড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আনসার খলিফা।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, এবিষয়ে তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।