তালতলীতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

মাহমুদুল হাসান, জেলা প্রতিনিধি (বরগুনা)
নভেম্বর ৭, ২০২০ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (০৭ নভেম্বর) রাতে ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার(০৬ নভেম্বর) রাতে উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা(ইদুপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ঢাকায় কাজ করেন। এক সন্তান নিয়ে ওই গৃহবধূ গ্রামের বাড়িতে থাকেন। একই এলাকার আলমগীর হোসেন নিজের পরিচয় গোপন করে ওই গৃহবধূর সাথে প্রতিনিয়তই ফোন দিয়ে ডিস্টার্ব করে আসছেন। এরই জের ধরে গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে গৃহবধূর বসতবাড়িতে আলমগীর হোসেন গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে পালিয়ে যায় আলমগীর। ধর্ষণ চেষ্টাকালে গৃহবধূর হাতে,গলায় ও মুখে কামড়িয়ে ফেলে রেখে যায়।

এদিকে গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে আহত গৃহবধূকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তালতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া বলেন বলেন, ধর্ষণ চেষ্টার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।