তালতলীতে চিরকুটে মারিয়া আমার জান লিখে স্কুলছাত্রের আত্মহত্যা
logo
ঢাকা, শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে চিরকুটে মারিয়া আমার জান লিখে স্কুলছাত্রের আত্মহত্যা

মোঃ মাহমুদুল হাসান (বরগুনা) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২০ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে চিরকুটে মারিয়া আমার জান লিখে জোবায়ের হোসেন রিয়াজ(১৪)নামের এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার(০১ নভেম্বর) রাতে যে কোনো সময় দিকে নিজ বাড়ির তেতুলগাছের সাথে গলায় রসি দিয়ে আত্মহত্যা করেন। রিয়াজ উপজেলার হড়িনখোলা এলাকার কামাল মুন্সীর ছেলে। সে স্থানীয় তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেনীর ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়,গতকাল শনিবার(৩১ অক্টোবর) দুপুরের দিকে জোবায়ের হোসেন রিয়াজ বাসা থেকে বের হয়ে তালুকদারপাড়া স্কুলে প্রাইভেট পড়তে যায়। এর পরে রাতে বাসায় ফেরেনি। সকালে রিয়াজের খোঁজে প্রাইভেট মাস্টারের কাছে যাওয়ার সময় নিজ বাড়ির সামনে তেতুলগাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখা যায়। পরে পুলিশ কে খবর দিলে লাশ উদ্ধার কওে ময়না তদন্তে পাঠানো হয়। তখন লাশের সাথে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা রয়েছে ”মা আমাকে ক্ষমা করে দিও আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়,মারিয়া আমার জান”।

নিহত রিয়াজের মা জেসমিন জানান, আমার ছেলে প্রায় এক সপ্তাহ ধরে মানসিক সমস্যায় ভুগছলো। ঠিকমত খাওয়াদাওয়া করেনাই। কথাবার্তাও বলতো না। জানতে চাইলে বলতো আমার স্বাস্থ্য ভালো না।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের সাথে একটা চিরকুট পাওয়া গেছে। তবে প্রেমে ব্যর্থ হয়ে এ আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে প্রাথমিকভাবে বলা যাচ্ছে। আমাদের তদন্ত চললে সঠিক তথ্য বের হয়ে আসবে। এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।