তালতলীতে চোলাই মদসহ গ্রেপ্তার ২
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে চোলাই মদসহ গ্রেপ্তার ২

বরগুনা প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২১ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে ১ লিটার চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের নামেসিপাড়া চেয়ারম্যান বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতা হলেন শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের হিমু তালুকদারের ছেলে সোহান তালুকদার (২৩) ও কড়ইবাড়িয়া ইউনিয়নের হলুদিয়া গ্রামের মোসলেম হালাদারের ছেলে রাজু হাওলাদার (২২)।

উপপরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক শাহাবুদ্দিন ও পুলিশ সদস্যদের গোপন সংবাদের ভিত্তিতে নামেসিপাড়া চেয়ারমান বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে দুটি বোতলে অাধা লিটার করে ১ লিটার চোলাই মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তালতলী থানার (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ১ লিটার চোলাই মদসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।