তালতলীতে জমিতে সেচ দিতে গিয়ে বৈদ্যুতিক শকে প্রান গেল কৃষকের
logo
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে জমিতে সেচ দিতে গিয়ে বৈদ্যুতিক শকে প্রান গেল কৃষকের

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার
জুলাই ১৮, ২০২১ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে শস্যক্ষেতে বৈদ্যুতিক পাম্প দ্বরা সেচ দেয়ার সময় শামছুল হক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের লালুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শামসুল হক তিনি একজন কৃষক। পানির পাম্প দিয়ে কৃষি জমিতে সেচ দেওয়ার সময় বিদ্যুতের তার পায়ের নিচে পরে । এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পাম্পের লোহার পাইপের উপর পরে, যার সাথে বিদ্যুৎ সংযোগ ছিল । তিনি সেখানেই মারা যান। ঘটনার প্রায় একঘন্টা পরে পার্শবর্তী এক গৃহবধু দেখে লোকজন ডাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুকালে তিন দুই মেয়ে ও এক ছেলে রেখে যান।

এ বিষয়ে তালতলী থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, আমরা ইতিমধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মারা যাওয়ার ঘটনাটি জেনেছি। লাশ দাফন কাফনের ব্যবস্থা করছে তার পরিবার। এছাড়া থানায় কোন ধরনের কোনো অভিযোগ করা হয়নি ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।