তাহিরপুরে কোভিড ১৯ টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তাহিরপুরে কোভিড ১৯ টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

তানভীর আহমেদ, তাহিরপুর
আগস্ট ৭, ২০২১ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত কোভিড ১৯ (করোনাভাইরাস) সংক্রমণ প্রতিরোধে উপজেলার ০৭টি ইউনিয়নে একযোগে গণটিকাদান ক্যাম্পেইন চালু করা হয়েছে।

শনিবার (০৭ আগস্ট) সকাল ০৯ ঘটিকায় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুুরী বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলা-উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান উদ-দৌলা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বুরহান উদ্দিন প্রমুখ সহ সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাগন উপস্থিতিত ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান করোণা সিন্ধু চৌধুুরী বাবুল সবাইকে স্বাস্থ্য বিধি মেনে টিকাদান কেন্দ্রে এসে টিকা গ্রহন করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির বলেন, তালিকাভুক্ত সকল ব্যক্তিকে সংশ্লিষ্ট টিকাকেন্দ্রে স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে টিকা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। সফল হোক এই টিকাদান ক্যাম্পেইন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।