তাহিরপুরে স্বাস্থ্য বিধি অমান্য করায় ১৩জন কে জরিমানা
logo
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তাহিরপুরে স্বাস্থ্য বিধি অমান্য করায় ১৩জন কে জরিমানা

Link Copied!

সরকারী বিধিনিষেধ অমান্য করায় ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর বাজার ও বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।
সোমবার (২৬শে জুলাই) উপজেলার সদর বাজার ও বিভিন্ন সড়কে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তাহিরপুর) মোঃ আলাউদ্দিন মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন। এসময় ১৩টি মামলায় (১৩ জনকে) মোট ১৩হাজার সাতশত টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তাহিরপুর) মোঃ আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য বিধি না মানায় মোবাইল মোর্ট পরিচালনা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।