তিস্তা চুক্তির বিষয়ে সবুজ সংকেত পেয়েছে সরকার : ওবায়দুল কাদের
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তিস্তা চুক্তির বিষয়ে সবুজ সংকেত পেয়েছে সরকার : ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ২৪, ২০২০ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিস্তা পানি বণ্টন চুক্তি অচিরেই বাস্তবায়ন হতে পারে। এ নিয়ে সবুজ সংকেত পাওয়া গেছে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সম্পাদক বলেন, সীমান্ত হত্যা কমিয়ে আনার বিষয়ে দু’দেশের মধ্যে বৈঠক চলছে। বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা করছি। সীমান্তে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দুই দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে।

এ সময় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ভারত-বাংলাদেশের আজকের এই সুসম্পর্কের সূচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতায় দু’দেশের সম্পর্ক এখন আরও দৃঢ় হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।