তৃতীয় দিনের মতো চলছে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি
logo
ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় দিনের মতো চলছে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি

অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তৃতীয় দিনের মতো আজ সোমবার (২০ নভেম্বর) আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম চলছে। আজ সকাল ১০টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি করা হচ্ছে।

সকাল থেকেই মনোনয়ন ফরম কিনতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মনোনয়নপ্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়। এ ছাড়া বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আশপাশের গলিতেও দলীয় নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। এ সময় তাদের নৌকা প্রতীক ও বিভিন্ন নেতার নামে স্লোগান দিতে দেখা গেছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকার নিরাপত্তা রক্ষায় বিপুল পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

মনোনয়ন ফরম বিক্রির প্রথম দুদিনে দলটি দুই হাজার ২৮৬টি ফরম বিক্রি করেছে। এর মধ্যে প্রথম দিনে এক হাজার ৭৪ ও দ্বিতীয় দিনে এক হাজার ২১২ ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দলটি। এই ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

গত শনিবার থেকে ক্ষমতাসীন দলের মনোয়ন ফরম বিক্রি শুরু হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে। আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।