টাঙ্গাইলে দুই শিশুকে ধর্ষণ: দোকানদারের নামে মামলা
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে দুই শিশুকে ধর্ষণ: দোকানদারের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
মার্চ ২, ২০২১ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে দোকানে মালামাল কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে দুই শিশু। এঘটনায় উপজেলার দমদমিয়া এলাকার দোকানদার হায়দার আলীর (৪৮) বিরুদ্ধে মামলা হয়েছে। সে একই এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওসমান গনি জানান, প্রতিবেশী দুই শিশু হায়দার আলীর দোকানে মনোহারী পন্য কিনতে যায়। এসময় প্রলোভন দেখিয়ে পৃথক পৃথক সময়ে দুই শিশুকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে হায়দার আলী। পরে ভিকটিম দুই শিশুই বাড়িতে গিয়ে স্বজনদের কাছে ঘটনা খুলে বলে।

সখীপুর থানার এসআই বদিউজ্জামান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ভিকটিম দুই শিশু অভিভাবকের হেফাজতে আছে। অভিযুক্ত হায়দার আলীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।