দুই সন্তানকে গলা কেটে বাবারও আত্মহত্যার চেষ্টা
logo
ঢাকা, মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দুই সন্তানকে গলা কেটে বাবারও আত্মহত্যার চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন.কম
অক্টোবর ১, ২০২০ ২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানী হাজারীবাগে বটতলা এলাকায় দুই সন্তানকে গলা কেটার পর নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন এক বাবা।

বুধবার বিকেলে এ ঘটনার পর জারিন হাসান রোজা (৬) নামের কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। বাবা ও ছেলে দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ছেলের নাম রিজন আহমেদ (১৩)। সে হাজারীবাগ আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী। আহত বাবার নাম জাবেদ হাসান আহমেদ (৪৮)।

নিহত শিশুটির মা রিমা কি কারণে তার স্বামী এ ঘটনাটি ঘটিয়েছেন তা বলতেন পারেন না।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, তাদেরকে হাসপাতালে আনা হলে মেয়ে শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবা জাবেদ গলায় ধারালো ছুরির পোঁচ রয়েছে। ছেলে রিজনের গলায় ও হাতের ধারালো অস্ত্রের পোঁচ রয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।