দুলাভাইকে টাকা দিয়ে শ্যালিকাকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
logo
ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দুলাভাইকে টাকা দিয়ে শ্যালিকাকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন
নভেম্বর ২, ২০২০ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

দুলাভাইকে টাকা দিয়ে ম্যানেজ করে তারই শ্যালিকা এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে এক বখাটে। নীলফামারীর সৈয়দপুরে এঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সুমন সরকার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সুমন সরকার সৈয়দপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের কুন্দল মহল্লার শওকত আলীর ছেলে।

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেছেন। মামলার পর রোববার (১ নভেম্বর) রাতে দিনাজপুরের চিরিরবন্দর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, বাদীর জামাতা ফজলে হাসান রাব্বীর সঙ্গে আসামি সুমন সরকারের পরিচয় ছিল। সেই সুবাদে আসামির সঙ্গে ভিকটিম স্কুলছাত্রীরও পরিচয় হয়। একপর্যায়ে ৬০ হাজার টাকার বিনিময়ে স্কুলছাত্রীকে সুমন সরকারের কাছে পাঠিয়ে দেয় দুলাভাই ফজলে হাসান রাব্বি। পরে দীর্ঘ এক মাস মেয়েকে খুঁজে না পেয়ে স্কুলছাত্রীর মা থানায় অভিযোগ করেন। থানায় অভিযোগ দেয়ার পর জামাতা রাব্বি স্কুলছাত্রীকে সুমন সরকারের কাছ থেকে নিয়ে আসে।

এ মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই খালিদ ফিরোজ গণমাধ্যমকে জানান, সোমবার (২ নভেম্বর) সকালে আসামি সুমনকে আদালতে তোলা হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।