দেশব্যাপী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশব্যাপী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন
অক্টোবর ৮, ২০২০ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট: বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভী বাজারের বড়লেখা পৌর শাখার উদ্যোগে নোয়াখালী সহ সারা দেশব্যাপী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বড়লেখা উপজেলা শহরে এক প্রতিবাদী মানববন্ধন পৌর সভাপতি ফয়সল আলম স্বপন এর সভাপতিত্বে ও খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত হয়।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সভাপতি ও বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এবামুল হক।

বক্তব্য রাখেন উপলেখা সহ সভাপতি মাওলানা মুতাহিরুল ইসলাম, সাধারন সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, ছাত্র মজলিস হাফেজ্জি হুজুর জোন সভাপতি আনিসুল ইসলাম, বড়লেখা উপজেলা সেক্রেটারি সুলতান আহমদ, খেলাফত মজলিস দাসের বাজার ইউ পি সভাপতি মাওলানা আফতাব উদ্দিন প্রমূখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন, মাওলানা জাহেদ আহমদ, হাজী শামছুল ইসলাম, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আব্দুল খালিক, লাবিব সিদ্দিকী প্রমুখ।

মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাত করেন উপজেলা সহ সভাপতি মাওলানা মুতাহিরুল ইসলাম।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।