দ্বিতীয়বার বিয়ে করেছেন শ্যামল মাওলা, পাত্রী বিশ্ববিদ্যালয় ছাত্রী
logo
ঢাকা, শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয়বার বিয়ে করেছেন শ্যামল মাওলা, পাত্রী বিশ্ববিদ্যালয় ছাত্রী

বিনোদন ডেস্ক | দৈনিক বিবর্তন.কম
অক্টোবর ১১, ২০২০ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

দ্বিতীয়বার বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। পাত্রী দীর্ঘদিনের বন্ধু মাহা শিকদার। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বন্ধুত্ব থেকেই তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই ধারাবাহিকতায় পরিণয়সূত্রে আবদ্ধ হন তিনি। বিয়ের বিষয়টি শ্যামল মওলা নিজেই গণমাধ্যমে জানিয়েছেন।

শ্যামল জানান, রাজধানীর একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেখানে বর-কনের বন্ধুরাও উপস্থিত ছিলেন।

শ্যামল মওলা বলেন, করোনার মধ্যে বিধিনিষেধ মেনে যতটুকু করা যায় সেভাবেই একটা ঘরোয়া আয়োজন হচ্ছে। হুট করে বিয়ের আয়োজন করায় কাছের অনেককে জানাতে পারিনি। কেউ কষ্ট পাবেন না। সবার কাছে দোয়া চাই আমাদের নতুন জীবনের জন্য।

জানা গেছে, শ্যামরের পাত্রী মাহা শিকদার স্টেট ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়াশোনা করছেন। এরিমধ্যে শোবিজেও যাত্রা শুরু করেছেন তিনি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।