নতুন বছরের মেসেজ
logo
ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন বছরের মেসেজ

লাইফস্টাইল ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২২ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

সব অপ্রাপ্তি, হতাশা, না দুঃখ ও বেদনাকে পাশ কাটিয়ে নতুন বছর আসতে চলেছে। শুরুটা সুন্দর হলে শেষটাও সেই গন্তব্যে যেতে চায়। তাই গোমড়া মুখে নয়, নতুন বছর বরণ করে নিন হাসিমুখেই। নতুন বছরে নতুন কিছু হোক। হোক সুন্দরের সূচনা। যারা কাছের মানুষ, বন্ধু কিংবা পরিচিতজন- নতুন বছরে তাদের জানাতে পারেন শুভ কামনা। লিখতে পারেন সুন্দর কোনো বার্তা। চলুন জেনে নেওয়া যাক-

* কেবল একটি বছর নয়, আজ এবং প্রতিদিন তোমার বন্ধুত্বের জন্য আমি কৃতজ্ঞ। হ্যাপি নিউ ইয়ার ২০২৩।

* নতুন একটি বছর, নতুন কিছু সূচনা। চলো উদযাপন করি!

* আমাদের বন্ধুত্বের প্রতিটি বছরই সেরা। ২০২৩ সালে আরও কিছু নতুন স্মৃতি তৈরি হবে নিশ্চয়ই!

* তুই আছিস বলেই ঘটে যা কিছু ভালো। তীব্র অন্ধকারেও জ্বেলে রাখিস আলো! বিস্ময়কর এই বন্ধুত্ব বেঁচে থাকুক সবগুলো নতুন বছরে।

* আগামী বছর কোথায়, কীভাবে থাকি কে জানে! এবছর পাশাপাশি আছি এই বা কম কী! নতুন বছরের শুভেচ্ছা।

* পুরোনো বছরে তোমার অর্জনগুলো আমাকে গর্বিত করেছে। নতুন বছরের জন্য আরও বেশি শুভকামনা।

* বন্ধু তোর সঙ্গে আনন্দ, হাসি এবং অবিস্মরণীয় স্মৃতিতে পূর্ণ আরেকটি বছর কাটিয়ে দিলাম। এভাবেই যদি জীবন কেটে যায়, যাক না!

* নতুন বছর হোক তোমার সফলতার, এগিয়ে যান লক্ষ্যের দিকে। প্রতিটি পদক্ষেপে আসুক বিজয়ের স্বাদ।

* ৩৬৫ পৃষ্ঠার বইয়ের প্রথম ফাঁকা পৃষ্ঠা। একটি ভালো সূচনা লিখুন!

* নতুন বছর, নতুন আশা, নতুন লক্ষ্য এবং তোমার জন্য আমার উষ্ণ শুভেচ্ছা- যা কখনোই পুরোনো হবে না। প্রতিশ্রুতিশীল এবং পরিপূর্ণ হোক তোমার নতুন বছর!

* নিজের ভেতরে যা খুঁজছেন তা আবিষ্কার করুন নতুন বছরে! অনেক শুভকামনা রইলো।

* একটি নতুন বছর জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার মতো। এটি নিজের জন্য একটি অবিশ্বাস্য গল্প লেখার সুযোগ। তবে শুরু করা যাক!

* আপনার আশা এবং স্বপ্নগুলো পূর্ণ হোক, বছরটি আপনার জন্য অনেক সফলতা নিয়ে আসুক এবং যাত্রা দুর্দান্ত হোক।

* নতুন বছর কড়া নাড়ছে দরজায়, একটি আশাবাদী আগামীকালের প্রতিশ্রুতি নিয়ে চলো এগিয়ে যাই!

* নতুন বছরে নতুন সূর্য, আপনার হৃদয়কে আলোয় উদ্ভাসিত করুক। বিশ্বাস, আশা এবং সাহস নিয়ে এগিয়ে যান আগামীর লক্ষ্যে।

* তুমি ইতিমধ্যেই এতদূর এসেছো, শুধু ভাবো আগামী বছরে তুমি কতটা বড় হবে!

* বছরের শেষটা যেভাবেই কাটুক, নতুন বছরে ফের দেখা হবে নতুন আনন্দ-উল্লাসে।

* গত বছরে আপনি আমার জন্য যা করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ- আপনাকে ছাড়া এটি সম্ভব ছিল না।

* নতুন বছরে আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করছি।

* পুরোনো বছরে পাশে থাকার জন্য ধন্যবাদ। সারা জীবন এভাবেই বন্ধু হয়ে থেকো।

* চলো ২০২৩-কে আমাদের সেরা বছর হিসেবে গড়ে তুলি!

* আমার প্রিয় মানুষটিকে নববর্ষের শুভেচ্ছা।

* আমি বিশ্বাস করতে পারছি না আরেকটি বছর কেটে গেছে! সময় উড়ে যায়, যাক। যাকে ভালোবাসেন, সে যেন সঙ্গেই থাকে। নতুন বছরের অনেক শুভেচ্ছা।

* হাসি, ভালোবাসা এবং বন্ধুত্বে পূর্ণ একটি বছর পূর্ণ হলো। নতুন দিনের নতুন পথচলা শুভ হোক।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।