সবুজ ঘন ঝাউবন। সমুদ্রের জলরাশি। সূর্যা অস্তের দৃশ্যসহ সুন্দর ও মনোরম পরিবেশ। যা পর্যটকদের কাছে অতুলনীয়। এরকমই এক দৃষ্টিনন্দন জায়গার নাম ‘শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত’।
বরগুনা জেলার তালতলী উপজেলার নলবুনিয়ার চরে অবস্থিত। প্রতিদিনই হাজারো পর্যটকদের আগমনে মুখরিত হয় এই সমুদ্র সৈকতে।
তালতলী উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকার বঙ্গোপসাগর সংলগ্ন পায়রা নদীর মোহনায় প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে বিশাল ঝাউবনের মধ্যে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত ।
পরিবার কিংবা বন্ধুমহল নিয়ে ভ্রমণ কিংবা পিকনিক করার জন্য রয়েছে পর্যটকদের জন্য সুন্দর ও মনোরম পরিবেশে যাবতীয় সু-ব্যবস্থা।
অন্য দিকে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সন্ধ্যায় দেখা যায় সূর্যাস্ত। এই দৃশ্য দেখতে পর্যটকদের আগমন দিনদিন বেড়েই চলছে। আর এই মনোরম দৃশ্য দেখতে কারোই বা মন না চায়। তাই নতুন নতুন পর্যটকদের আগমনে মুখরিত হচ্ছে এই পিকনিক স্পট। সম্প্রতি সৈকতে সৌন্দর্য বাড়ানোর জন্য বড় বড় ছাতা আর সিট বসানোর কথা রয়েছে।
খুদে পর্যটক আদিবা সানজারা বলেন, আমি খুলনা থেকে দাদাবাড়ি যখনই আসি শুভ সন্ধ্যায় আসি, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত আমি ভুলতে পারি না, সমুদ্র আমার সব সময় ভালো লাগে।