‘প্রীতিলতা’ হয়ে শুটিংয়ে ফিরছেন পরি মনি
logo
ঢাকা, মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘প্রীতিলতা’ হয়ে শুটিংয়ে ফিরছেন পরি মনি

বিনোদন ডেস্ক | দৈনিক বিবর্তন
জুলাই ২৬, ২০২১ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

দীর্ঘ ৭৩ দিন পর শুটিংয়ে ফিরতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরি মনি। ১০ অগাস্ট থেকে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে ‘প্রীতিলতা’ সিনেমার শেষ ধাপের শুটে অংশ নিতে যাচ্ছেন তিনি।

আজ শনিবার দুপুরে দৈনিক বিবর্তনকে সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ জানিয়েছেন, সম্প্রতি পরি মনির সঙ্গে মিটিং করে শুটিংয়ের তারিখ চূড়ান্ত করা হয়েছে। ১০ অগাস্ট থেকে চট্টগ্রামে শুট শুরু করবো আমরা। এই সিনেমা দিয়েই দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরছে সে।’

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘প্রীতিলতা’। গোলাম রাব্বানীর রচনায় সিনেমাটি পরিচালনা করছে তরুণ নির্মাতা রাশিদ পলাশ। গেল বছরের নভেম্বরে সিনেমাটির শুট শুরু হয়। রাজধানীর উত্তরা, তেজগাঁও, পুরান ঢাকায় মাত্র আট দিন সিনেমাটির প্রথম লটের শুট হয়।

পরি মনি

সিনেমাটির শুটিংয়ের দৃশ্য পরী। ছবি : সংগৃহীত

সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে পরী মণি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা। শেষ লটে নতুন আরও শিল্পী যুক্ত হবেন।

সিনেমাটির একটি গানে কণ্ঠ দিয়েছেন কবির সুমন, আরেকটি গান থাকছে সাব্বির নাসিরের কণ্ঠে। কসটিউম ডিজাইনার হিসেবে আছেন বিবি রাসেল।

সবশেষ ২৯ মে ‘মুখোশ’ সিনেমার শুটিং শেষ করেন পরী। বর্তমানে পরী মণির হাতে আছে নির্মাতা চয়নিকা চৌধুরীর ওয়েব চলচ্চিত্র ‘অন্তরালে’ এবং নির্মাতা সঞ্জয় সমাদ্দারের সিনেমা ‘বায়োপিক’।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।