বিভাগের ইচ্ছানুযায়ী স্নাতকের পরীক্ষা নিতে আপত্তি নেই প্রশাসনের
logo
ঢাকা, বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিভাগের ইচ্ছানুযায়ী স্নাতকের পরীক্ষা নিতে আপত্তি নেই প্রশাসনের

রাজিয়া সুলতানা, রাবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২১ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের চুড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিসহ কয়েক দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সাথে সাক্ষাত করেছেন স্নাতক শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্যের সাথে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রতিনিধি দলের।

প্রতিনিধি দলে উপস্থিত ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ সাকী বলেন, অনুষ্ঠিত সাক্ষাতে উপাচার্য প্রথমে আমাদের কথাগুলো শুনেছেন এবং বলেছেন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটা দিন নষ্ট হোক বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা চায় না। চাইলে বিশ্ববিদ্যালয়ের যেকোন বিভাগ পরীক্ষা নিতে পারে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন আপত্তি নেই।
তবে বিশ্ববিদ্যালয় খোলার আগে হল খুলে দেয়া হবেনা এমনটা জানিয়েছেন আমাদের।

উল্লেখিত বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানকে একাধিকবার ফোন ও ক্ষুদেবার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি। তবে উপাচার্যের উদ্ধৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আজিজুর রহমান বলেন, প্রতিটি বিভাগের একাডেমিক কমিটি ইচ্ছে করলেই শিক্ষার্থীদের পরীক্ষা নিতে পারবে। এক্ষেত্রে প্রশাসন কোন বাধা দিবে না।

প্রসঙ্গত, এর আগে ৩১ জানুয়ারি পরীক্ষা নেওয়াসহ কয়েক দফা দাবিতে রাবি প্রশাসনকে ০৫ দিনের আল্টিমেটাম দেন বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।