পরীমণির বিরুদ্ধে র‍্যাবের মাদক মামলা
logo
ঢাকা, মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পরীমণির বিরুদ্ধে র‍্যাবের মাদক মামলা

বিনোদন ডেস্ক, ঢাকা
আগস্ট ৫, ২০২১ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

নায়িকা পরীমণি ও তাঁর বাসা থেকে আটক হওয়া আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বনানী থানায় র‍্যাব–১ বাদী হয়ে এ মামলা করেছে।

র‍্যাব–১–এর পক্ষ থেকে জানানো হয়েছে, শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৪২ (১) / ৪১ ধারায় একটি মামলা করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার বনানীর বাসা থেকে নায়িকা পরীমণিকে মাদকসহ আটক করে র‍্যাব। একই দিন প্রযোজনা প্রতিষ্ঠান রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকেও আটক করা হয়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।