পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে আটক ৭
logo
ঢাকা, শুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে আটক ৭

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২২ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর বদলগাছীতে পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে সাতজনকে আটক করেছে র‌্যাব। বুধবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাটখোলা বাজার পুরাতন ব্রিজ রোডের জজ মার্কেটের দোতলা থেকে তাদের আটক করা হয়। 

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আটকরা হলেন- বদলগাছী উপজেলার জগন্নাথপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে আনিছুর রহমান (২৮), ফয়জাবাদ গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে রনি আহম্মেদ (২৮), কামারবাড়ী গ্রামের নারায়ন পাহানের ছেলে উপেন পাহান (২৮), রামদাস পাহানের ছেলে পবিত্র পাহান (২৪), দেউলিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে রনি হোসেন (২৩), হাপানিয়া গ্রামের মৃত আলেফ উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৪৫) এবং শেনপাড়া গ্রামের মৃত দেবেন্দ্রনাথ প্রামানিকের ছেলে শ্যামল চন্দ্র প্রামানিক (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে বুধবার (১৯ জানুয়ারি) রাত সোয়া ৮টায় বদলগাছী হাটখোলা বাজার পুরাতন ব্রিজ রোড এলাকায় অভিযান চালান র‌্যাবের সদস্যরা। এ সময় সেখানে জজ মার্কেটের দোতলা থেকে সাতটি সিপিইউ, আটটি হার্ডডিস্ক, সাতটি মনিটর, সাতটি মাউস, ২১টি বিভিন্ন ক্যাবল এবং সাতটি কি-বোর্ডসহ পর্নো ভিডিও সরবরাহকারী সাতজনকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে আটকদের বিরুদ্ধে বদলগাছী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।