পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন রোহিত
logo
ঢাকা, বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন রোহিত

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ১২, ২০২৩ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে সহজ ম্যাচে কঠিন করে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারতীয় দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হেলায় হারিয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মার রেকর্ড গড়া ঝড়ো শতরান ও বিরাট কোহলির ধারাবাহিকতা। সব মিলিয়ে ৮ উইকেটে আফগান ম্যাচ জয়ের পর পরবর্তী লক্ষ্য পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন রোহিত। সেই ম্যাচের আগে কোনও চাপ নিতে রাজি নন তিনি।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ যে ক্রিকেট বিশ্বের সবথেকে উত্তেজক লড়াই তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।  আফগান ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান ম্যাচ নিয়ে রোহিত বললেন, ‘আফগানিস্তান ম্যাচে যেমন প্রস্তুতি নিয়েছিলাম, পাকিস্তান ম্যাচেও সেটাই নেব। আলাদা করে দেখার কিছু নেই। মাঠের বাইরের বিষয় নিয়ে ভাবতে রাজি নই আমরা। পিচ এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই অনুযায়ী প্রথম একাদশ ঠিক করব। বিশ্বকাপের বাকি ম্যাচের মতোই দেখব পাকিস্তান ম্যাচকে।’

আফগানিস্তান ম্যাচ জিতে তিনি বলেন, ‘এই জয় বেশ আনন্দের। সব থেকে ভাল হচ্ছে জয়ের ধারা বজায় রাখা। বিশ্বকাপের ম্যাচে চাপ থাকবে। সেই চাপ আমরা সামলাতে পারছি। বিভিন্ন ধরনের ক্রিকেটার রয়েছে আমাদের। তাই দলের সকলে খুব স্বচ্ছন্দ ভাবে খেলতে পারছে।’

ভারত-পাকিস্তান লড়াইয়ের দিকে তাকিয়ে থাকে ক্রিকেটবিশ্ব। দুই দলই নিজেদের প্রথম দুইটি ম্যাচ জিতে নিয়েছে। তাই লড়াই যে সমানে সমানে হবে, সে বিষয়ে সন্দেহ নেই সমর্থকদের। তবে ভারতে খেলতে আসার আগে পাক ক্রিকেটারদের ভিসা পাওয়া নিয়ে সমস্যা হয়। এখন পাক সমর্থকদের খেলা দেখতে আসা নিয়ে সমস্যা চলছে। তবে এই সব বিষয়ে রোহিত মাথা গলাতে নারাজ। তার চোখ শুধু ম্যাচের দিকেই।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।