পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের সেঞ্চুরি
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের সেঞ্চুরি

স্টাফ রিপোর্টার | দৈনিক বিবর্তন
এপ্রিল ১৫, ২০২১ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

হেনলি পাসপোর্ট সূচক ২০২১ এর হিসাবে বাংলাদেশের পাসপোর্ট এখন ১০০তম অবস্থানে। গত বছর একই সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০১-এ। এবছর ১০০তম অবস্থানে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে রয়েছে লেবানন ও সুদান।

হেনলি পাসপোর্ট সূচকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে বিনা ভিসায় ৪১টি দেশে ভ্রমণের সুবিধা ভোগ করে থাকে। এসব বিবেচনায় বাংলাদেশের পাসপোর্ট ১০০তম অবস্থানে রয়েছে।

তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালের অবস্থান ১০৩-এ। এছাড়া পাকিস্তান ১০৭ এবং আফগানিস্তানের অবস্থান ১১০-এ। তালিকায় মালদ্বীপ ৬০তম, ভারত ৮৪তম, ভুটান ৮৯তম, মিয়ানমার ৯৪তম এবং শ্রীলঙ্গা ৯৯তম অবস্থানে রয়েছে।

বৈশ্বিক এ তালিকার শীর্ষে অর্থাৎ প্রথম অবস্থানে রয়েছে জাপান। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর এবং তৃতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।