পিতাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে সৎভাইর দোকানে ভাঙচুর, টাকা ও মাল লুট
logo
ঢাকা, মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিতাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে সৎভাইর দোকানে ভাঙচুর, টাকা ও মাল লুট

তালতলী (বরগুনা) প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২২ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জোর ধরে,বাবাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সৎভাইর ইলেকট্রনিক বিকাশের দোকানে হামলা ও ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে( ১৯ নভেম্বর) শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার সেনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রেজানাগেছে নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়ার বাসিন্দা ফরিদ খলিফা তার দুই সংসারের ছেলেদের জমিজমা ভাগবাটোয়ারা করে দেন। বড় ঘরের সন্তান আল আমিন, সোহাগ, সোহেল ঘর উঠালেও ছোট সংসারের ছেলে রুবেল খলিফার জমি খালি থাকে ঐ জমিতে রুবেল ঘর উঠাতে গেলে তার সৎভাইরা বাধাদেয়। এ সময় বৃদ্ধ বাবা ফরিদ খলিফা প্রতিবাদ করলে তাকে মারধর ও শারীরিক ভাবে লাঞ্চিত করেন বড় সংসারের সন্তানরা। রাগে ক্ষোভে ফরিদ খলিফ স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিচার চায়। এতে ক্ষিপ্ত হয়ে রুবেলের সৎভাই,আল আমিন, সোহাগ, সোহেল সহ অজ্ঞাত চারপাচজন। রুবেলের ইলেকট্রনিক বিকাশের দোকানে হামলা ও ভাংচুর লুটপাট করে। এ সময় তারা দোকানের ক্যাশ বাক্সে থাকা ৩৪ হাজার ৫২০ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় লক্ষাধীক টাকার মালামাল ভাংচুর করে তারা।

তবে অভিযোগ অস্বীকার করে আল আমিন খলিফা জানান,বাবা ৩০ বছর আগে নিকাহ করে আমাদের খোঁজ খবর নেয়না। তার সাথে কিল-ঘুষির ঘটনা ঘটেছে। আমার সৎ ভাইয়ের সাথে তার দোকানে বসে মারামারি হয়েছে কিন্তু লুটপাটের প্রশ্নই আসেনা।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাখাওয়াত হোসেন তপু জানান, এ ঘটনায় তালতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।