পিরোজপুরে খাল খননে অনিয়মের অভিযোগ
logo
ঢাকা, বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে খাল খননে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
মে ২৯, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুরে কার্যাদেশ অনুযায়ী খাল খনন না করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এতে হুমকির মুখে পড়তে পারে শহরের পানি নিষ্কাশনব্যবস্থা। বাধাগ্রস্ত হচ্ছে নৌচলাচলও। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলার পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা। বিষয়টিকে ঠিকাদার নিয়োগে অনিয়ম উল্লেখ করে দ্রুত সমাধানের আহ্বান জনপ্রতিনিধির।

পিরোজপুর শহরে পানি নিষ্কাশনব্যবস্থা সচল রাখতে বড় ভূমিকা রাখে দামোদর খাল। এর অনেক স্থানে ময়লা-আবর্জনায় জমে ভরাট হওয়ায় পানিপ্রবাহ সচলে সম্প্রতি এটাকে খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। দরপত্র আহ্বান করে গত মার্চে ৭৭ লাখ ২৮ হাজার টাকার খননকাজটি দেয়া হয় মেসার্স আবুল কালাম আজাদ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

স্থানীয়দের অভিযোগ, খালের ৫ কিলোমিটার এলাকা খননের কথা থাকলেও করা হয় সাড়ে ৩ কিলোমিটার। প্রশস্ততা ও গভীরতা হয়নি কার্যাদেশ অনুযায়ী। দু-পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই খনন করা হয়েছে অনেক স্থানে। এসব কারণে হুমকির মুখে পড়তে পারে নৌচলাচল ও পানি নিষ্কাশনব্যবস্থা।

খননের অনিয়মের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। তবে জনপ্রতিনিধি ঠিকাদার নিয়োগে অনিয়ম উল্লেখ করে সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান।

পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের টাস্কফোর্স আছে, তারা ঢাকা থেকে এসে প্রতিটি কাজের সার্ভে করে এবং কাজ ঠিকভাবে হলো কি না তদন্ত করে দেখে। টাস্কফোর্স এসে এ কাজের বিষয়ে তদারকি করলে আমাদের জন্য সুবিধা হবে।’

উল্লেখ্য, দামোদর খাল বলেশ্বর নদী ও কঁচা নদকে সংযুক্ত করেছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।