প্রথম ধাপের পৌর নির্বাচনে বিজয়ী
logo
ঢাকা, শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম ধাপের পৌর নির্বাচনে বিজয়ী

নিজস্ব প্রতিবেদক | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ২৯, ২০২০ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) দেশের ২৪টি পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

নির্বাচনে এখন পর্যন্ত ১৫টি পৌরসভার ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে ১১টিতে আওয়ামী লীগ, দুটিতে স্বতন্ত্র, একটিতে বিএনপি সমর্থিত ও একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

পৌরসভার মেয়র পদে নির্বাচিত হলেন যারা-

রংপুর বিভাগ: পঞ্চগড়ে জাকিয়া খাতুন (আওয়ামী লীগ), রংপুরের বদরগঞ্জে আহসানুল হক চৌধুরী টুটুল (আওয়ামী লীগ), দিনাজপুরের ফুলবাড়ীতে মাহামুদ আলম লিটন (বিএনপি), কুড়িগ্রামে কাজিউল ইসলাম (আওয়ামী লীগ), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একরামুল হক (স্বতন্ত্র)।

খুলনা বিভাগ: চুয়াডাঙ্গায় জাহাঙ্গীর আলম মালিক খোকন (আওয়ামী লীগ), কুষ্টিয়ার খোকসায় তারিকুল ইসলাম (আওয়ামী লীগ)।

বরিশাল বিভাগ: বরিশালের বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া (আওয়ামী লীগ), বরগুনার বেতাগীতে এবিএম গোলাম কবির (আওয়ামী লীগ)।

ঢাকা বিভাগ: মানিকগঞ্জে মো. রমজান আলী (আওয়ামী লীগ)।

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহের গফরগাঁওয়ে এস এম ইকবাল হোসেন সুমন (আওয়ামী লীগ), নেত্রকোনার মদনে সাইফুল ইসলাম (আওয়ামী লীগ)।

সিলেট বিভাগ: মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী (আওয়ামী লীগ), হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ফরিদ আহমেদ অলি (বিএনপি)।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।