ফাটল ধরেছে মিমি-নুসরাতের বন্ধুত্বে?
logo
ঢাকা, মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফাটল ধরেছে মিমি-নুসরাতের বন্ধুত্বে?

বিনোদন ডেস্ক | দৈনিক বিবর্তন
আগস্ট ২, ২০২১ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

মিমি-নুসরাতের বন্ধুত্ব দীর্ঘদিনের। নায়িকারাও যে ভালো বন্ধু হতে পারেন একাধিকবার তার প্রমাণ দিয়েছেন তারা। কিন্তু গত কয়েক মাস ধরে দুজনের বন্ধুত্ব নিয়ে নানা গুঞ্জন চলছে।

ভারতীয় একাধিক গণমাধ্যম জানায়, নুসরাতের সঙ্গে দূরত্ব বেড়েছে মিমির, আগের মতো মজবুত নয় দুই তারকা তৃণমূল সাংসদের সম্পর্ক। কাকতালীয়ভাবে নিখিলের সঙ্গে নুসরাতের সম্পর্কে ভাঙন এবং যশের সঙ্গে ঘনিষ্ঠতার বাড়তেই যেন কিছুটা দূরে সরে গেছেন মিমি। নুসরাত এখন অনেক বেশি ঘনিষ্ঠ শ্রাবন্তী, তনুশ্রীদের সঙ্গে। অন্যদিকে মিমির সখ্য বেড়েছে পার্নো মিত্র এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই বদলে যাওয়া সমীকরণের মাঝে রোববার বন্ধু দিবসে ‘বোনুয়া’কে মনে করলেন মিমি।

এদিন নুসরাতের সঙ্গে একটি ছবি পোস্ট করেন মিমি। ইনস্টাগ্রামের দেওয়ালে একগুচ্ছ বন্ধুদের সঙ্গে ছবি পোস্ট করেন যাদবপুরের তারকা সাংসদ, যেখানে মেয়েবেলার বান্ধবী থেকে শুরু করে টলিউডের বন্ধুরা সবাই রয়েছেন। এই ভিড়ে যে দুই টলি নায়িকা জায়গা করে নিয়েছেন, তারা হলেন পার্নো মিত্র এবং নুসরাত জাহান। এছাড়াও রয়েছেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়, মিমির পার্সোনাল স্টাইলিস্ট স্যান্ডি।

মিমি-নুসরাত

মিমি এ পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘এই জীবনটা তোদের সঙ্গে কাটছে বলে আরও সুন্দর… শুভ বন্ধুত্ব দিবস’। নুসরাতের সঙ্গে যে ছবিটি মিমি শেয়ার করেছেন, সেখানে হট প্যান্ট আর ক্রপ টপে গাছে চড়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল মিমিকে। আর বোনুয়ার কাণ্ড দেখে মাথায় হাত নুসরাতের। তার পরনে রয়েছে হলুদ রঙা হাঁটু অবধি লম্বা স্কার্ট এবং ধূসর রঙা শার্ট স্টাইলের টপ।

মিমির এই পোস্টের কমেন্ট বক্সে নুসরাতও জবাব দিতে ভোলেননি। তিনি পালটা লেখেন, ‘শুভ বন্ধুত্ব দিবস বোনুয়া’। সঙ্গে জুড়ে দেন একটা হার্টের ইমোজি। মিমির পোস্টে নুসরাতের কমেন্ট দেখে হাঁফ ছেড়ে বাঁচলেন তাদের অনুরাগীরা। তবুও মনে মনে একটা খটকা রয়েছে অনেকেরই। এক নেট নাগরিক লিখেছেন, ‘তোমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তবে মিটিয়ে নাও’।

অন্যদিকে নুসরাতের বন্ধু দিবসের পোস্টে কিন্তু মিমির উল্লেখ নেই। দুই নায়িকার সম্পর্ক নাকি আগের মতো নেই, এই গুঞ্জন কতটা সত্যি, তা নিয়ে অবশ্য সরাসরি মুখ খোলেননি কোনো পক্ষই। বন্ধুত্ব দিবসে নুসরাত বরঞ্চ অনেক কড়া ভাষায় কঠিন সময়ে পাশে না দাঁড়ানো বন্ধুদের থেকে দূরত্ব তৈরির বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন,  ‘সেই সমস্ত মানুষের সঙ্গে থাকুন যারা আপনার সঠিক মূল্য বুঝবে, শুধুমাত্র মানুষের সঙ্গে হ্যাং আউট করবেন না, যারা আপনাকে বলপূর্বক ভুল পথে চালিত করে আপনার জীবনের মান নিচু স্তরে নিয়ে আসবে’।

মিমি-নুসরাত

মিমির এক ঘনিষ্ঠের কথায়, মা হতে চলার কথা নুসরাত অনেক আগেই জানিয়েছিলেন। দুজনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি। কিন্তু নুসরাতের মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে কোনো রকম মন্তব্য করতে চান না মিমি, কারণ এটা নুসরাতের ব্যক্তিগত বিষয়। আগের মতোই মজবুত রয়েছে দুই বোনুয়ার সম্পর্কের বন্ধন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।