ফেসবুক গ্রুপ খুলবেন যেভাবে
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুক গ্রুপ খুলবেন যেভাবে

বনি আমিন
সেপ্টেম্বর ৯, ২০২১ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

একই বিষয়ে আগ্রহীদের ভার্চুয়ালি একত্রিত হওয়ার সুযোগ রেখেছে ফেসবুক। ফেসবুক গ্রুপের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা যায়। ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে ফেসবুক গ্রুপের ফিচারে কিছুটা পার্থক্য রয়েছে। ফেসবুক অ্যাকাউন্টে ৫ হাজারের বেশি বন্ধু যুক্ত করা না গেলেও গ্রুপে এমন সীমা নেই। গ্রুপে সদস্যরাও পোস্ট করতে, অন্যের পোস্ট পাইক করতে ও মন্তব্য করতে পারে। তবে বিশেষ কারণে অ্যাডমিন কর্তৃক এপ্রুভাল পদ্ধতি চালু করা যায়। ফেসবুক গ্রুপ খোলাও খুবই সহজ।

ফোনে ফেসবুক গ্রুপ খুলতে—

১. ফেসবুক অ্যাপে লগইন করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক টপ বারে (ওপরের দিকে), অথবা আইফোনে ফেসবুক বটম বারে (নিচের দিকে) থাকা হ্যামবার্গার আইকনে (সমান্তরাল তিনটি রেখা) ক্লিক করুন।
৩. Groups সিলেক্ট করুন। যদি Groups অপশনটি না দেখেন, সে ক্ষেত্রে See More চেপে এটি খুঁজে নিন।
৪. স্ক্রিনের ওপরের দিকে একটি প্লাস (+) আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এবার ‘ক্রিয়েট এ গ্রুপ’ সিলেক্ট করুন। পছন্দমতো গ্রুপের একটি নাম দিন।
৫. গ্রুপের প্রাইভেসি অপশন নির্ধারণ করুন।
৬. গ্রুপে কয়েকজন সদস্য যুক্ত করুন।
৭. এবার Create এ ক্লিক করুন।

কম্পিউটারে ফেসবুক গ্রুপ খুলতে—

 ১. ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন।
 ২. এবার বামপাশের মেন্যু থেকে গ্রুপস এ ক্লিক করুন।
 ৩. এবার সেখানে Create New Group বাটন আসবে।
 ৪. সেখান থেকে Create New Group বাটনে ক্লিক করুন।
 ৫. পছন্দমতো গ্রুপের একটি নাম দিন।
 ৬. গ্রুপের প্রাইভেসি অপশন নির্ধারণ করুন।
 ৭. গ্রুপে কয়েকজন সদস্য যুক্ত করুন।
 ৮. এবার Create এ ক্লিক করুন।

ফেসবুক গ্রুপ হয়ে গেলে খুব সহজেই পোস্ট করা যাবে। এ ছাড়া গ্রুপের কভার ছবি সেট করে ফেলুন। ফেসবুক গ্রুপের অ্যানাউন্সমেন্ট ফিচারটি ব্যবহার করে মেম্বারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পোস্ট পিন করার সুযোগও পাবেন।

কনটেন্ট কাউন্সিলর

বনি আমিন

ডিজিটাল মার্কেটার

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।