ডায়রিয়া রোগীদের সেবায় স্যালাইন দিলেন তালতলীর স্বেচ্ছাসেবী সংগঠন "বদলে যাও-বদলে দাও"
logo
ঢাকা, মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ডায়রিয়া রোগীদের সেবায় স্যালাইন দিলেন তালতলীর স্বেচ্ছাসেবী সংগঠন “বদলে যাও-বদলে দাও”

মোঃ মাহমুদুল হাসান (বরগুনা প্রতিনিধি)
এপ্রিল ২৫, ২০২১ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

বদলে যাও – বদলে দাও ” সামাজিক সংগঠনের উদ্যোগে ডায়রিয়া রোগীদের সেবায় আইভি স্যালাইন বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুর ১২টায় তালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফায়জুর রহমান এর হাতে ৫০ পিচ স্যালাইন তুলে দেন স্বেছাসেবী সামাজিক এ সংগঠন ” বদলে যাও – বদলে দাও ” ও কড়ইবাড়িয়া মানব সেবা সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন, “বদলে যাও – বদলে দাও” সামাজিক সংগঠনের সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক নাজমুল হাসান সোহেল, তালতলী ব্লাড ডোনার ক্লাব এর সভাপতি ইমরান তাহির প্রমুখ।

বদলে যাও বদলে দাও

সংগঠনের পক্ষথেকে জানানো হয় যে তাদের এ স্যালাইন বিতরণ অব্যাহত থাকবে।

এ সংগঠনের সাথে পৃষ্ঠপোষকতা হিসেবে থাকছেন, আবদুস সালাম সদস্য বদলে যাও বদলে দাও, ও মোঃ মোয়াজ্জেম হোসেন সভাপতি কড়ইবাড়িয়া মানব সেবা সংগঠন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।