বরগুনায় ন্যায় বিচার পেতে সংবাদ সম্মেলন
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনায় ন্যায় বিচার পেতে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি বরগুনা
ডিসেম্বর ৯, ২০২২ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

বরগুনায় জমিজমা সংক্রান্ত বিষয়ে ন্যায় বিচারের পেতে সংবাদ সম্মেলন করেছে এক ব্যাক্তি। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনসূত্রে জানা যায়, বরগুনার বেতাগী পৌরসভার পূর্ব বেতাগী এলাকার কেতাব আলীর ছেলে জুয়েল হাওলাদার (৪০)। তার সাথে জমিজমা সংক্রান্ত জেরে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে একই এলাকার মো. জাফর (৫০), ফারুক বিশ্বাস (৭০), জলিল বিশ্বাস (৪০) সহ তাদের সহযোগিদের।

এতে এসএ ৪২২ নং খতিয়ানের জমি নিয়ে মামলা দায়ের করে জুয়েল হাওলাদার। এতে বিবাদী জাফরের পক্ষ ক্ষিপ্ত হয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে জুয়েল হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করে। বিষয়টি নিয়ে দুই গ্রুপের মধ্যে মামলা চলমান৷ তবুও বিবাদী পক্ষ জোর খাটিয়ে এই জমি দখল করার পায়তারা চালাচ্ছে।

এবিষয়ে জুয়েল হাওলাদার বলেন, বেতাগী থানার এসআই আরিফুর রহমান বিবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে আমাদেরকে থানায় ডেকে নেয়, এবং জানায় চলতি মাসের ১০ তারিখ বিষয়টি ফয়সালা করে দিবে৷ তিনি হুমকি দিয়ে বলেন আমি থাকলে শনিবার ফয়সালা হবেই। তার এমন আচরণ আদালত অবমাননার শামিল।

এই জমি নিয়ে মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে জমি দখল করে কোন পক্ষই কোন স্থায়ী স্থাপনা নির্মাণ করতে না পারে, সে দাবিও করেন জুয়েল।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।