বরগুনার তালতলীতে উপ-নির্বাচনে নৌকা প্রার্থী বিজয়ী
logo
ঢাকা, বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনার তালতলীতে উপ-নির্বাচনে নৌকা প্রার্থী বিজয়ী

মাহমুদুল হাসান, বরগুনা প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২০ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে কড়ইবাড়িয়া ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ মাস্টার নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ২৪ ভোট পেয়ে। বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানসুরুল আলম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯ ভোট ঘোড়া

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এ ইউনিয়নে ২০১৭ সালের ১৬ এপ্রিলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়া চেয়ারম্যান আলতাফ হোসেন আকন । পরে চলতি বছরের ১৬ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।

এই ইউনিয়নে চেয়ারম্যান পদে সকাল ৯ টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫ টা পর্যন্ত। ভোট গণনার পর স্বতন্ত্র প্রার্থীকে চূড়ান্ততভাবে নির্বাচিত করে ফলাফল ঘোষণা করা হয়। ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১০ হাজার ৭৭৩। তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ নেয়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।