বরগুনা পাথরঘাটায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ যুবক আটক
logo
ঢাকা, মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনা পাথরঘাটায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ যুবক আটক

পাথরঘাটা উপজেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন.কম
সেপ্টেম্বর ২৯, ২০২০ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ইয়ারগান, গুলি ও ইয়াবাসহ মামুন খান (২০) নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৯ সেপ্টম্বর) বিকেল ৪:৩০ এর দিকে উপজেলার কালীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মামুন (২০) কাঁঠালতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালীপুর গ্রামের মো. মজিবুর রহমান খানের ছেলে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের পেটি অফিসার মো. জাহিদুল ইসলাম দৈনিক বিবর্তন কে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলের দিকে কালীপুর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মামুনকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি করে একটি এয়ারগান ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তার নামে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাথরঘাটা থানায় মামলা দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।