বরগুনা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সংস্কৃতিসেবীদের মাঝে সহায়তা প্রদান
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সংস্কৃতিসেবীদের মাঝে সহায়তা প্রদান

বিবর্তন ডেস্ক
জুন ৬, ২০২১ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত  সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের সহায়তা প্রদান অনুষ্ঠানটি (৬জুন) রবিবার সকাল ১১ টায় স্থানীয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সংস্কৃতিসেবীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাবিবুর রহমান জেলা প্রশাসক বরগুনা, সভাপতি হিসেবে ছিলেন মোঃ আশ্রাফুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরগুনা ও বরগুনা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

সংস্কৃতিসেবীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত কভিড-১৯ ভাইরাস সংক্রমণ জনিত কারণে সাময়িকভাবে অর্থহীন হয়ে পড়া মোট ২০ জন কলাকুশলীদের মাঝে প্রত্যেকের অনুকূলে জনপ্রতি ৫০০০/- (পাঁচ হাজার টাকা)  সহায়তা প্রদান করেন।

শিল্পকলার সাধারণ সম্পাদক মুনির বলেন- বরিশাল বিভাগের মধ্যে বরগুনা জেলা শিল্প-সংস্কৃতির দিক থেকে বরিশাল বিভাগের তুলনায় বরগুনা জেলায় শিল্প অনুরাগী কলাকুশলীর সংখ্যা অনেক বেশি।  এখান থেকে জাতীয় পর্যায়ে  অনেক শিল্পী অংশগ্রহণ করে বরগুনার মান উজ্জ্বল করতে সক্ষম হয়েছে। করোনার কারণে শিল্পীরা সাময়িকভাবে আর্থিক সংকটে লাঘবের জন্য সহায়তা দানে বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।

জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন- দক্ষিণবঙ্গের বাংলাদেশের মধ্যে সর্বকনিষ্ঠ বরগুনা জেলা হলেও এখানকার মানুষের জীবন-জীবিকার মান উন্নত। রূপ বৈচিত্রের দিক দিয়ে অপরূপ। এখানে অনেক প্রসিদ্ধ স্থান বিদ্যমান আছে এখানকার শিল্প সংস্কৃতি অন্যান্য এলাকার চেয়ে উন্নত। তাই শিল্প সংস্কৃতির বিকাশ শিল্পী বেশি হওয়ার কারণে অন্যান্য এলাকার চেয়ে এখানে প্রণোদনা সহায়তার পরিমাণ বেশি। এই প্রণোদনা সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে এ আশা ব্যক্ত করেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।