বরগুনা সদর উপজেলার গর্জনবুনিয়া বাজারে আগুন ১০ দোকান পুড়ে ছাই
logo
ঢাকা, মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনা সদর উপজেলার গর্জনবুনিয়া বাজারে আগুন ১০ দোকান পুড়ে ছাই

মোঃ মাহমুদুল হাসান, জেলা প্রতিনিধি (বরগুনা)
নভেম্বর ৫, ২০২০ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বরগুনা সদর উপজেলার গর্জনবুনিয়া বাজারে আগুনে ১০ দোকান পুড়ে ছাই হয়েছে। এ সময় অন্তত লক্ষাদিক টাকার ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার নলটোনা ইউনিয়নের পূর্ব গর্জনবুনিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত দেড়টার দিকে সেলিমের ঔষধের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে তা মুহূর্তের মধ্যে আসবে দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় দেড় ঘন্টা আগুন নেভানোর প্রচেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে বরগুনা দমকল বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই ১০’টি দোকান সম্পন্ন পুড়ে যায়। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ অর্থ পুড়ে অন্তত ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও পাশে থাকা তিনটি দোকান আংশিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছেবলে জানিয়েছেন দমকল বাহিনী।

বাবুগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সঞ্জয় কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।