logo
ঢাকাশুক্রবার , ৫ মার্চ ২০২১

বরিশালে চুরি হওয়া ৭৪টি গরু-মহিষ-সহ চোর গ্রেফতার

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন
মার্চ ৫, ২০২১ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশালের হিজলা উপজেলার মাঠিয়াল গ্রাম থেকে চোরাই ৭৪ টি গবাদি পশু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার গবাদি পশু গুলোর মধ্যে ৩৪টি গরু ও ৪০টি মহিষ রয়েছে। এ ঘটনায় চোর চক্রের সরদার শাহজাহান রাঢ়ীকে আটক করা হয়েছে।

আটক শাহজাহান রাঢ়ী হিজলা থানার মাঠিয়াল গ্রামের মৃত কাজল রাঢ়ীর ছেলে।

গতকাল বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানানো হয়, শাহজাহান রাঢ়ী তার সংঘবদ্ধ চোরচক্রের সদস্যদের মাধ্যমে বরিশাল, ভোলা, শরিয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে গবাদি পশু চুরি করে এনে হিজলা থানার ধুলখোলা ইউনিয়নে মাঠিয়াল গ্রামে রাখতো।

পরবর্তীতে সেখান থেকে পর্যায়ক্রমে গবাদিপশুগুলো বিক্রি করা হতো।

গ্রেফতার চোর সরদার শাহজাহান রাঘীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে, জানিয়েছেন পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।