বাবার দ্বিতীয় বিয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা!
logo
ঢাকা, বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবার দ্বিতীয় বিয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা!

স্টাফ রিপোর্টার | দৈনিক বিবর্তন.কম
নভেম্বর ৩, ২০২০ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফাতেমা এলিন ফুজি আত্মহত্যা করেছেন। সোমবার রাত ১২টার দিকে রাজশাহীর বোয়ালিয়া থানার জাদুঘর মোড় এলাকায় এক বান্ধবীর মেসে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই ছাত্রী। ফুজির গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিবন্দর উপজেলায়।

নিহত ফুজির বান্ধবী জানান, ‘ফুজির মা মারা গেলে তার বাবা আরেকটি বিয়ে করেছেন। সৎ মা ও বাবার সাথে পারিবারিক ঝামেলার কারণে খুবই হতাশায় ভুগছিল ফুজি।’

ফুজির বান্ধবী আরও বলেন, ‘পারিবাকি ঝামেলার পাশাপাশি একটি ছেলের সাথে ফুজির সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কও ভেঙে গেছে। এসব নিয়ে খুবই ডিপ্রেসড (হতাশাগ্রস্ত) ছিল ফুজি। মানসিক যন্ত্রণার সহ্য করতে না পেরে প্রায়ই সে কান্নাকাটি করত।

বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব আলম বলেন, সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।