বিয়ের নাটক : ‘সাজানো’ বাসররাতে তরুণীকে ধর্ষণ বর ও ঘটকের!
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের নাটক : ‘সাজানো’ বাসররাতে তরুণীকে ধর্ষণ বর ও ঘটকের!

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন
নভেম্বর ২৫, ২০২০ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

লক্ষীপুরের কমলনগরে বিয়ের নাটক সাজিয়ে কথিত বাসররাতের নামে তরুণীকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুয়া বর ও ঘটককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার গ্রেপ্তার ভুয়া বর মো. সুমন ও ঘটক মো. ছগিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। রাতেই ওই নারী বাদী হয়ে কমলনগর থানায় মামলা করেন।

গ্রেফতার ঘটক মো. ছগির উপজেলার পাটারিরহাট এলাকার শামসুল হকের ছেলে, বর মো. সুমন একই এলাকার ছায়েদুল হকের ছেলে।

ভিকটিম তরুণীর স্বজনরা জানান, শনিবার রাতে বিয়ের নাটক সাজিয়ে ঘটক পরিচয় দিয়ে ছগির ওই নারীকে বাড়ি থেকে কৌশলে পাটারিরহাট এলাকায় নিয়ে যায়। এসময় বাসররাতের নামে ভুয়া পাত্র সুমনসহ ওই ঘটক তরুণীকে রাতভর ধর্ষণ করে পালিয়ে যায়।

লক্ষীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় ধর্ষণের মামলা নেয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।