সপ্তাহের শুরু থেকেই বাড়বে শীতের তীব্রতা
logo
ঢাকা, মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাহের শুরু থেকেই বাড়বে শীতের তীব্রতা

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ১৮, ২০২০ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী সপ্তাহের শুরু থেকেই বাড়বে শীতের তীব্রতা। সপ্তাহের প্রথম তিন দিন শীতের প্রকোপ থাকবে সবচেয়ে বেশি। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এসব তথ্য দেয়া হয়েছে।

আবহাওয়ার রিপোর্টে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কিন্তু দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

এছাড়া শুক্রবার ভোর পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে পারে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।