লৌহজং উপজেলার বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
logo
ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লৌহজং উপজেলার বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Link Copied!

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের সভাকক্ষে সোমবার ১১টায় আসন্ন বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা হয়েছে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. রাসেদুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরীফুল ইসলাম, লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী, দৈনিক সমকালের লৌহজং সংবাদদাতা মিজানুর রহমান ঝিলু প্রমুখ।
করোনা মহামারী পরিস্থিতিতে কিভাবে সীমিত আকারে বিজয় দিবস পালন করা যায়, সে বিষয়ে বক্তারা সরকারের নির্দেশনার সঙ্গে সমন্বয় রেখে নানা পরামর্শ দেন। এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।