বিপিএলে নতুন মালিকানায় ঢাকা, চলতি মাসেই প্লেয়ার্স ড্রাফট
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলে নতুন মালিকানায় ঢাকা, চলতি মাসেই প্লেয়ার্স ড্রাফট

স্পোর্টস ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। যেখানে অংশ নেবে মোট ৭ দল। ইতোমধ্যে দলগুলোর নামও চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

গত আসরে খেলা ৬ দল এবারের আসরেও থাকছে। সেগুলো হলো— ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স। গত আসরে খেলা ঢাকা ডোমিনেটরস এবার থাকছে না। তবে নতুন করে যুক্ত হয়েছে দুর্দান্ত ঢাকা। তাই গত আসরের মতোই এবারও ৭ দলের টুর্নামেন্ট হবে।

এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণও চূড়ান্ত করেছে বিসিবি। আগামী ২৪ সেপ্টেম্বর জানা যাবে কে কোন দলে যাচ্ছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।